kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বললেন

যারা বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে ছিল তারা আজও ধরাছোঁয়ার বাইরে

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৩ সেপ্টেম্বর, ২০১৯ ২০:১৪ | পড়া যাবে ২ মিনিটেযারা বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে ছিল তারা আজও ধরাছোঁয়ার বাইরে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু হত্যার সাথে যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচার হয়েছে। আর যারা বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে ছিল তারা আজও ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। তাদেরকে আমরা অচিরেই ধরবো।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু-নীল দলের আয়োজনে জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন অনুষ্ঠানের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে ছিলেন।

বঙ্গবন্ধু-নীল দলের সহ-সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে গাহি সাম্যের গান মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী এমপি, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন, অধ্যাপক ড. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু-নীল দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান।

মন্তব্যসাতদিনের সেরা