kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

চোখের পলকে উধাও টাকা, মোবাইলফোন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি    

৩ সেপ্টেম্বর, ২০১৯ ১২:২১ | পড়া যাবে ১ মিনিটেচোখের পলকে উধাও টাকা, মোবাইলফোন

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় ক্যান্টনমেন্ট চেকপোস্টের উত্তরপাশে আলম স্টোর নামে এক বিকাশ এজেন্টের এক লাখ ২০ হাজার টাকা ও আটটি মোবাইল সেট চুরি হয়েছে।

আলম স্টোরের স্বত্বাধিকারী শাহ আলম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে দোকানে এসে সামনের শাটার খুলে শপিং ব্যাগে করে নিয়ে আসা বিকাশ ও বিভিন্ন কম্পানির ফ্লেক্সিলোডের সিমসহ ৮টি মোবাইল সেট ও এক লাখ ২০ হাজার টাকার ব্যাগটি দোকানের ডেস্ক টেবিলের ভেতরে রেখে দক্ষিণ পাশের শাটার খুলতে যান। দক্ষিণ পাশের শাটার খুলে এসে দেখেন ব্যাগটি নেই। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

দিনদুপুরে চোখের পলকে এরকম দুঃসাহসিক চুরির ঘটনায় আশপাশের দোকানদার ও স্থানীয়দের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ওসি আজিম উদ্দিন জানান, চুরির বিষয়টি জেনেছেন। তবে এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে অপরাধীকে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা