kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

ঘুষের টাকাসহ নৌ অধিদপ্তরের সার্ভেয়ার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   

৩ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:২২ | পড়া যাবে ১ মিনিটেঘুষের টাকাসহ নৌ অধিদপ্তরের সার্ভেয়ার গ্রেপ্তার

নৌপরিবহন অধিপ্তরের সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় তাঁকে নিজ কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। 

অভিযানে অংশ নেওয়া দুদকের একজন কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, জাহাজ সার্ভে-সংক্রান্ত একটি প্রতিবেদনের জন্য নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তা মির্জা সাইফুর রহমান মোটা অঙ্কের ঘুষ দাবি করছেন, এমন একটি সুনির্দিষ্ট অভিযোগ আসে দুদক কার্যালয়ে। 

পরে তাঁকে আটক করতে দুদকের ঢাকা সমন্ব্বিত জেলা কার্যালয় থেকে বিশেষ টিম গঠন করা হয়। অভিযোগকারীর কাছ থেকে জাহাজের সার্ভে-সংক্রান্ত কাজ করে দেওয়ার জন্য ঘুষ হিসেবে দুই লাখ টাকা গ্রহণকালে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে এ বিষয়ে মামলা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা