kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

হবিগঞ্জে শোবার ঘরে মিলল যুবকের লাশ

হবিগঞ্জ প্রতিনিধি   

৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:৪০ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জে শোবার ঘরে মিলল যুবকের লাশ

প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেলঘর গ্রাম থেকে উদয় দাশ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তার শোবার ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের পল্লী চিকিৎসক তাপস দাশের ছেলে।

পল্লী চিকিৎসক তাপস দাশ জানান, তার ছেলে উদয় দাশ দীর্ঘদিন যাবৎ মাদক সেবন করে আসছিল। রবিবার রাতে উদয় খাওয়া শেষে তার ঘরে ঘুমাতে যায়। সোমবার সকালে সে ঘুম থেকে না উঠলে তার মা দরজা খোলে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্যসাতদিনের সেরা