kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   

২ সেপ্টেম্বর, ২০১৯ ২১:২৩ | পড়া যাবে ১ মিনিটেতারাকান্দায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিপ্লব (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আজ সোমবার বিকেলে ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের বকশীমূল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বিপ্লব মোটরসাইকেল চালিয়ে তারাকান্দায় যাওয়ার পথে হালুয়াঘাটগামী শ্যামলীবাংলা বাস ঢাকা মেট্রো-ব -১৪-৩২৯২ বিপ্লবের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনা স্থলে মারা যান তিনি। নিহত বিপ্লব উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্থানীয়রা এ সময় যানচলাচল বন্ধ করলে ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে যানযটের সৃষ্টি হয়।

তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান ঘটনা স্থলে এসে যানবাহন চলাচল করার ব্যবস্থা করেন। এ ঘটনায় বাসচালক পালিয়ে গেলেও পুলিশ ঘাতক বাস ও মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়। 

মন্তব্যসাতদিনের সেরা