kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

ময়মনসিংহে শিশু বিষয়ক বিভাগীয় কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ    

২ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:৪৩ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহে শিশু বিষয়ক বিভাগীয় কর্মশালা

ময়মনসিংহে বাংলাদেশ পরিকল্পনা কমিশন, ইউনিসেফ এবং গবেষণা সংস্থা র‌্যাপিড এর উদ্যোগ ও সহযোগিতায় বাংলাদেশের শিশুদের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার কর্মশালার আয়োজনে ছিল ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি। সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ।

এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, ইউনিসেফ ময়মনসিংহ অঞ্চলের প্রধান ওমর ফারুক, গবেষণা সংস্থা র‌্যাপিড এর ড. আবু ইউসুফ। সরকারের পঞ্চ বার্ষিক পরিকল্পনাকে সহযোগিতা করার জন্য এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বর্তমান পরিস্থিতি ও করণীয় আলোচনা করা হয়। কর্মশালায় ময়মনসিংহ বিভাগের ৪ জেলার পদস্থ সরকারি কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, এনজিওসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

মন্তব্যসাতদিনের সেরা