kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

'আমি ব্যবসায়ী, সন্ত্রাসী নই'

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি   

২ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:২৩ | পড়া যাবে ১ মিনিটে'আমি ব্যবসায়ী, সন্ত্রাসী নই'

'আমি বৈধ ব্যবসায়ী, সন্ত্রাসী নই' আজ (সোমবার) সকালে ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তন কক্ষে সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন মসলা (হলুদ ও ধনিয়া গুঁড়া) প্রস্তুত প্রতিষ্ঠান মোল্লাহ এন্টারপ্রাইজের মালিক সুরুজ মোল্লা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুরুজ মোল্লা জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচা ফজলুর রহমান মোল্লা আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপ্রচার ও মিথ্যা মামলা দায়ের করেছেন। সেই মামলার সূত্র ধরে সংবাদকর্মীরা জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ করছেন। এতে তাঁর ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হচ্ছে দাবি করে পরবর্তীতে সংবাদ প্রকাশ করার আগে তথ্যের বিষয়ে খোঁজখবর নিয়ে সংবাদ প্রকাশের দাবি জানান। 

তিনি আরো জানান, তাঁর পরিবারের কেউ অস্ত্র ব্যবসায়ী কিংবা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত নন। তাই প্রকাশিত সংবাদগুলোর বিরুদ্ধে নিন্দা প্রকাশ করছি। একই সঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সুরুজ মোল্লা। 

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সুরুজ মোল্লার ছোট ভাই টিটন মোল্লা, শ্বশুর গোলাম রসুলসহ তাঁর প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা