kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক কবিরুল বাশার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২ সেপ্টেম্বর, ২০১৯ ০২:৫২ | পড়া যাবে ১ মিনিটে‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক কবিরুল বাশার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এবং দেশের একমাত্র মশা গবেষক ড. কবিরুল বাশার ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২০১৯’ লাভ করেছেন। জলবায়ু সমস্যা, মশা নিয়ে গবেষণা ও জনসচেতনতা তৈরিতে বিশেষ অবদান রাখায় ‘সবুজ আন্দোলন’ নামের একটি পরিবেশবাদী সংগঠন তাঁকে এ পুরস্কার দেয়।

গতকাল রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ‘জলবায়ু সমস্যা ও অনিশ্চয়তার বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় কবিরুল বাশারসহ আটজন বিশিষ্ট নাগরিককে ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২০১৯’ দেয় সবুজ আন্দোলন। এ সময় সংগঠনটির চেয়ারম্যান বাপ্পী সরদারসহ আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। 

সম্মাননা পদকপ্রাপ্ত অন্যরা হলেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, কথাসাহিত্যিক কলামিস্ট ও বন্য প্রাণী বিশারদ আলম শাইন, নাট্যকার ও পরিচালক মোহন খান, বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক শারমিন ইব্রাহিম, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার রেদওয়ান আহমেদ, নিউজ২৪ এর ঢাকা জেলা প্রতিনিধি মো. নাজমুল হুদা এবং নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন।

মন্তব্যসাতদিনের সেরা