kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২ সেপ্টেম্বর, ২০১৯ ০২:০১ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের সংঘর্ষ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে নগর বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।

জানা যায়, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশ শুরুর পর স্লোগান দেওয়াকে কেন্দ্র করে নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ ও যুবদল নেতা শামসুল হকের সমর্থকরা বাগিবতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ধাওয়াধাওয়ি শুরু হয়। এতে সমাবেশের কার্যক্রম বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর বিএনপি নেতাদের হস্তক্ষেপে সমাবেশ আবার শুরু হয়।

মন্তব্যসাতদিনের সেরা