kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

সিলেট জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড হলেন বিশ্বনাথের ফাতেমা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি   

২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:২৬ | পড়া যাবে ১ মিনিটেসিলেট জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড হলেন বিশ্বনাথের ফাতেমা

ছবি: কালের কণ্ঠ

সিলেট জেলার শ্রেষ্ঠ ‘সহকারি কমিশনার (ভূমি)’ নির্বাচিত হয়েছেন- বিশ্বনাথ উপজেলার ফাতেমা-তুজ-জোহরা। ভূমিসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হন।

সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকসুদুর রহমান পাটোয়ারীর হাত থেকে জেলার শ্রেষ্ঠ ‘সহকারি কমিশনার (ভূমি)’ হিসেবে সম্মাননা সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন বিশ্বনাথ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা।

জেলার শ্রেষ্ঠ ‘সহকারি কমিশনার (ভূমি) নির্বাচিত হওয়ায় বিভাগীর কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ, জেলা প্রশাসক এম কাজী ইমদাদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাছির উদ্দিন খান, বিশ্বনাথ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালসহ বিশ্বনাথ উপজেলাবাসী ও উপজেলা ভূমি অফিস পরিবারের সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফাতেমা-তুজ-জোহরা।

মন্তব্যসাতদিনের সেরা