kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন আর নেই

রংপুর অফিস   

১ সেপ্টেম্বর, ২০১৯ ২২:৫৬ | পড়া যাবে ১ মিনিটেবিএনপি নেতা মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন আর নেই

মোজাফফর হোসেন

রংপুর মহানগর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে আজ রবিবার রাত সাড়ে ৮টার দিকে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আসন্ন রংপুর-৩ আসনের উপনির্বাচনে তিনি বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রংপুরে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যু খবর পাওয়ার পরে তাঁর শালবনস্থ বাসবভনে তাকে শেষ দেখার জন্য রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে।

মন্তব্যসাতদিনের সেরা