kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

এক ঘণ্টায় শেষ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৩৩ | পড়া যাবে ২ মিনিটেএক ঘণ্টায় শেষ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে চাইলে পুলিশি বাধায় তা সম্ভব হয়নি। এ ছাড়া আলোচনাসভার সময়ও থানা পুলিশ এক ঘণ্টা বেঁধে দেয়।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন রাজু, সাংগঠনিক সম্পাদক জেড আই হিরোক প্রমূখ।

সভায় বক্তারা বলেন, দেশের সকল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে দাবিয়ে রাখার চেষ্টা করছে সরকার। তবে সরকারের সময় শেষ হয়ে এসেছে। খুব তাড়াতাড়ি বিএনপি ঘুরে দাঁড়াবে এবং সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে সরকারকে বাধ্য করবে।

এ সময় বক্তারা দলের প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে সারা দেশের বিএনপির কর্মী-সমর্থকদের গর্জে ওঠার আহ্বান জানান।

আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান পান্না, উপজেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেনসহ শতাধিক বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।

এদিকে আলোচনাসভা একঘণ্টা পূর্ণ হলেই পুলিশ আলোচনাসভা বন্ধ করে দেয়। এমনকি সব শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করতে চাইলেও পুলিশ তাতে বাধা দেয়।

মন্তব্যসাতদিনের সেরা