kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

ঈশ্বরদীতে গৃহবধূর আত্মহত্যা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:২১ | পড়া যাবে ১ মিনিটেঈশ্বরদীতে গৃহবধূর আত্মহত্যা

স্বামীকে ইয়াবা সেবন ও বিক্রয়ে বাধা দেওয়ায় নির্যাতনের শিকার লাকী খাতুন (২২) নামের এক গৃহবধূ আজ (রবিবার) সকালে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রুপপুর বিশুতলা এলাকার জহুরুল ইসলাম মালিথার ছেলে শুভ মালিথার স্ত্রী। 

প্রতিবেশীদের সূত্রে জানা যায়, শুভ মাদকাসক্ত। বেশ কিছু দিন ধরে ইয়াবা সেবন ও বিক্রয় করে আসছিল। এতে স্ত্রী লাকী খাতুন বাধা দিলে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। প্রায় প্রতিদিনই শুভ তার স্ত্রী লাকীকে বেদম প্রহার করত। ঘটনার আগের দিন রাতেও বেদম প্রহার করে। আজ বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ ঘরের সিলিং ফ্যানের আড়ার সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করে লাকী। 

রুপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির এএসআই মমতাজুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে লাকী আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছেন। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। নিহতের অভিভাবকরা আসলে তাদের নিকট থেকে শুনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা