kalerkantho

মাগুরায় বঙ্গবন্ধু স্মরণে ১৯৭৫টি গাছ রোপণ

মাগুরা প্রতিনিধি   

২৬ আগস্ট, ২০১৯ ১৪:৩৭ | পড়া যাবে ১ মিনিটেমাগুরায় বঙ্গবন্ধু স্মরণে ১৯৭৫টি গাছ রোপণ

মাগুরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ সোমবার ১৯৭৫টি গাছ লাগিয়েছে জেলা আওয়ামী যুবলীগ। সকাল থেকে জেলা যুবলীগের প্রতিটি ইউনিয়ন কমিটিসহ সংগঠনের ৪২টি ইউনিট কমিটি নিজ নিজ এলাকায় একযোগে এ গাছ লাগানোর কার্যক্রম শুরু করে। 

জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান সকালে শহরের স্টেডিয়াপাড়া নিজ এলাকায় গাছ লাগানো উদ্বোধন করে জানান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুসহ সপরিবারে নিহতদের স্মরণে শোককে শক্তিতে রূপান্তরিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ গাছগুলো সারা বছর পরিচর্যা করতে প্রতিটি ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উদ্বোধনী কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলী আহম্মদ আহাদ, আশরাফ হোসেন খান, সাকিবুল হাসান তুহিন, যুবলীগ নেতা রেজউল ইসলাম, ফরিদ হোসেন, ফারুক হোসেন, মানিক মিয়া, মাজেদুল ইসলাম, রিমন হোসেন, রাকেশ হোসেন।  

মন্তব্যসাতদিনের সেরা