kalerkantho

শুক্রবার । ১৭ জানুয়ারি ২০২০। ৩ মাঘ ১৪২৬। ২০ জমাদিউল আউয়াল ১৪৪১     

চুয়াডাঙ্গায় ৩৬৯ বোতল ফেনসিডিল জব্দ করল বিজিবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি   

২৬ আগস্ট, ২০১৯ ০৭:৪৭ | পড়া যাবে ১ মিনিটেচুয়াডাঙ্গায় ৩৬৯ বোতল ফেনসিডিল জব্দ করল বিজিবি

চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে জেলার ডুমবাড়ির ঘাট ও বড় বলদিয়া সীমান্ত থেকে ৩৬৯ বোতল ফেনসিডিল জব্দ করেছে। রবিবার রাত সাড়ে ৮টায় এ দুটি অভিযান চালায় বিজিবি।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক সাজ্জাদ সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনস্ত বড় বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ডুমবাড়ির ঘাট থেকে ২৬০ বোতল ফেনসিডিল জব্দ করেন।

একই সময়ে ফুলবাড়ি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আলী আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বড় বলদিয়া গ্রামের পশ্চিমপাড়া থেকে ১০৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেন। দুটি অভিযানেই ফেনসিডিল পাওয়া যায় পরিত্যক্ত অবস্থায়। জব্দ করা ফেনসিডিল চুয়াডাঙ্গার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দিয়েছে বিজিবি।

মন্তব্যসাতদিনের সেরা