kalerkantho

টঙ্গিবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা, নারীসহ আহত ৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২৬ আগস্ট, ২০১৯ ০১:৪৪ | পড়া যাবে ২ মিনিটেটঙ্গিবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা, নারীসহ আহত ৫

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় খিলপাড়া গ্রামে শনিবার গভীর রাতে স্থানীয় এক সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন আক্তার হোসেন (৪৮), আলামিন  (৩২), রাশিদা বেগম (৬০), মরিয়ম বেগম (৩৮) ও লিজা আক্তার (২৭)। গুরুতর অবস্থায় আক্তারকে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়ভাবে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে শনিবার রাত সাড়ে ১১টার দিকে দৈনিক দিনকাল পত্রিকার টঙ্গিবাড়ী প্রতিনিধি মোজাফফর হোসেনের খিলপাড়া গ্রামের বাড়ির পাশে এসে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। একই গ্রামের শফিকুল ইসলাম খোকা খাঁর ছেলে সোহেল খাঁর (২২) দল এ বিস্ফোরণ ঘটায় বলে সাংবাদিক মোজাফফরের পরিবার অভিযোগ করে।

বিস্ফোরণের একপর্যায়ে মোজাফফরের ভাই আলী আজগর ঘরের দরজা খুলে এত রাতে এখানে বোমা ফাটানোর কারণ জানতে চান। এ সময় হামলাকারী সোহেল খাঁ তাঁর ওপর ক্ষিপ্ত হয়। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে সোহেল খাঁ (২২) এবং তার দলের শিপন মণ্ডল (২৩), মোকলেছ মণ্ডল (৪৮), মোকাজল মণ্ডল (৩৫), মিঠুন মণ্ডলসহ (৩০) ১৫-২০ জন  ঘরে হামলা চালায়। এ সময় ওই বাড়ির পাঁচজন আহত হয়।

খবর পেয়ে টঙ্গিবাড়ী  থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টঙ্গিবাড়ী থানা এসআই মুজাহিদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। এখনো পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখনো মামলা হয়নি।’

মন্তব্যসাতদিনের সেরা