kalerkantho

নজরুল বিশ্ববিদ্যালয়

জাতিসংঘে বঙ্গবন্ধুকে ‘বিশ্ববন্ধু’ আখ্যায়িত করায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৫ আগস্ট, ২০১৯ ২০:৪৬ | পড়া যাবে ২ মিনিটেজাতিসংঘে বঙ্গবন্ধুকে ‘বিশ্ববন্ধু’ আখ্যায়িত করায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

বাংলাদেশের স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতিসংঘ সদরদপ্তরে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় শোক দিবস অনুষ্ঠানে আলোচকগণ ‘ফ্রেন্ড অব দ্য ওয়ার্ল্ড’ বা ‘বিশ্ববন্ধু’ হিসেবে আখ্যায়িত করায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু-নীল দলের শিক্ষকগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

আজ রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সাহাবউদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. শেখ সুজন আলীসহ শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু-নীল দলের শিক্ষক নেতারা। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘে বাংলাদেশি স্থায়ী মিশনের উদ্যোগে প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় বঙ্গবন্ধুকে ‘বিশ্ববন্ধু’ আখ্যায়িত করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা