kalerkantho

চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্কসপ শ্রমিকের মৃত্যু

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি   

২৫ আগস্ট, ২০১৯ ০১:৩৫ | পড়া যাবে ১ মিনিটেচান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্কসপ শ্রমিকের মৃত্যু

কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে মো. সুজন (২১) নামে এক ওয়ার্কসপ শ্রমিকের মৃত্যু ঘটেছে। গতকাল শনিবার দুপুরে চান্দিনা উপজেলাধীন হাড়িখোলা মাজার সংলগ্ন শারমীন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে এ ঘটনা ঘটে।

নিহত মো. সুজন চান্দিনার মহিচাইল ইউনিয়নের অম্বরপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে। ২ বোন ও ২ ভাইয়ের মধ্যে সুজন দ্বিতীয়।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ওয়ার্কসপে শ্রমিক হিসেবে কাজ করতো সুজন। শনিবার দুপুরে অসাবধানতা বসত বিদ্যুতের তারে জড়িয়ে যায়।

আহতাবস্থায় তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা