kalerkantho

বুধবার । ১২ কার্তিক ১৪২৭। ২৮ অক্টোবর ২০২০। ১০ রবিউল আউয়াল ১৪৪২

নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল আকলিমার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৪ আগস্ট, ২০১৯ ২১:২০ | পড়া যাবে ২ মিনিটেনানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল আকলিমার

ময়মনসিংহের গফরগাঁওয়ে নানা বাড়ি বেড়াতে এসে নদীতে গোসল করার সময় পানিতে ডুবে আকলিমা আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুরে উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে। আকলিমা আক্তার পার্শ্ববর্তী ভালুকা উপজেলার ভর্তা গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ দীঘা গ্রামের মৃত রুছমত আলীর নাতনী আকলিমা আক্তার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুর ১টার দিকে অন্য শিশুদের সাথে বাড়ির পাশের সুতিয়া নদীতে গোসল করতে নামে। সাঁতার কাটার এক পর্যায়ে আকলিমাসহ দুই শিশু স্রোতের টানে ভেসে যায়। এ সময় স্থানীয় লোকজন অন্য শিশুটিকে উদ্ধার করতে পারলেও আকলিমা নিখোঁজ হয়। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয় লোকজনের সহায়তায় বিকেল পৌনে ৬ টায় ঘটনাস্থলের প্রায় ৫০ গজ ভাটিতে আকলিমার লাশ উদ্ধার করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ছোট শিশুদের এভাবে নদীর পানিতে নামতে দেওয়া ঠিক হয়নি।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। শিশুটির লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা