kalerkantho

ফরিদপুরে বাস চাপায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর   

২৪ আগস্ট, ২০১৯ ২১:১৬ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরে বাস চাপায় নিহত ১

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরে বাসচাপায় নিহত হয়েছেন একজন মোটর সাইকেল আরোহী। শনিবার সন্ধ্যায় সদরপুর উপজেলার কোমরপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম এরশাদ মোল্লা(২৫)।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি এএফএম নাসিম জানান,ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস পেছন থেকে মোটর সাইকেলের চালক এরশাদকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়রা লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। পরে র‌্যাবের একটি দল চালকসহ বাসটি আটক করেছে গোয়ালন্দ এলাকা থেকে।   

নিহত এরশাদ মোল্লা ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকার ওয়াজেদ মোল্লার ছেলে। এ নিয়ে শনিবার ফরিদপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ১১জনের মৃত্যু হয়।

মন্তব্যসাতদিনের সেরা