kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

৩০০ বস্তা সরকারি গমসহ ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

২৪ আগস্ট, ২০১৯ ১৯:০৭ | পড়া যাবে ২ মিনিটে৩০০ বস্তা সরকারি গমসহ ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ২

ডাকাতি হওয়া ৩০০ বস্তা সরকারি গমসহ ট্রাক উদ্ধার ও ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ। শুক্রবার (২৩ আগস্ট) রাত দেড়টার দিকে রাজশাহীর বেলপুকুরিয়ায় অভিযান চালিয়ে ডাকাত গ্রেপ্তারসহ গম উদ্ধার করা হয়। শনিবার বিকেলে এই তথ্য জানানো হয়।

নারায়ণগঞ্জ থেকে জয়পুরহাট খাদ্যগুদামে যাওয়ার পথে বগুড়া থেকে ট্রাকসহ গম ডাকাতির ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ডাকাত হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সাবগাড়ী গ্রামের আব্দুস সামাদের পুত্র আজাদুল (৪৫) এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মহাখোলা গ্রামের আফসার আলীর পুত্র গম ক্রেতা এনামুল হক।

শনিবার বিকেলে বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, ৩০০ বস্তা সরকারি গমসহ ট্রাক নারায়ণগঞ্জ থেকে জয়পুরহাট খাদ্যগুদামে যাচ্ছিল। ২২ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে বগুড়া শহরের তেলিপুকুরে ট্রাকটি থেমে ছিল যানজটের কারণে। এ সময় ওই ট্রাকে চার ব্যক্তি উঠে চালক ও হেলপারকে তাদের নিয়ন্ত্রণে নেয়। পথিমধ্যে নন্দীগ্রামে চালক ও হেলপারকে ট্রাক থেকে নামিয়ে ডাকাতদলের সদস্যরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়।

বগুড়া সদর থানা পুলিশ অভিযান চালিয়ে রাজশাহীর বেলপুকুরিয়া থেকে ট্রাকসহ গম উদ্ধার করে। এ সময় ডাকাতদলের ২ সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারা দুজনেই আন্তজেলা ডাকাতদলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি এস এম বদিউজ্জামান।

মন্তব্যসাতদিনের সেরা