kalerkantho

কমলনগরে ৫ দোকান পুড়ে ৩৫ লাখ টাকার ক্ষতি

লক্ষ্মীপুর প্রতিনিধি   

২৪ আগস্ট, ২০১৯ ১৭:০৭ | পড়া যাবে ১ মিনিটেকমলনগরে ৫ দোকান পুড়ে ৩৫ লাখ টাকার ক্ষতি

লক্ষ্মীপুরের কমলনগর আন্দারঘর বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানঘরসহ মালামাল পুড়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

শনিবার (২৪ আগস্ট) ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় পুলিশের একটি টহলদল আগুন দেখে কমলনগর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই জসিমের ফার্মেসি, পল্লী চিকিৎসক গৌতমের হোমিও ওষুধের দোকান, লিটনের সার-কীটনাশকের দোকান, অলি মিস্ত্রির ফার্নিচার দোকান ও বাবুলের সেলুন পুড়ে ছাই হয়ে যায়। 

কমলনগর ফায়ার সার্ভিসের সদস্য মো. নুর হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাজারে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবুও কয়েকটি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মন্তব্যসাতদিনের সেরা