kalerkantho

নগরকান্দায় বাসচাপায় মা-ছেলে নিহত

ফরিদপুর প্রতিনিধি   

২৪ আগস্ট, ২০১৯ ১৬:৫২ | পড়া যাবে ১ মিনিটেনগরকান্দায় বাসচাপায় মা-ছেলে নিহত

বরিশাল-ফরিদপুর মহাসড়কের নগরকান্দায় আর কে পরিবহন নামে একটি বাসের চাপায় মা-ছেলে নিহত হয়েছে। এ ছাড়া ওই বাসটি আরেকটি মাহেন্দ্রকে চাপা দিলে মাহেন্দ্রর পাঁচ যাত্রী আহত হয়।

আজ শনিবার দুপুরের দিকে উপজেলার তালমা মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নূর আলম দুলাল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ পরিচালনা করছে।

এদিকে ঢাকা থেকে বরিশালগামী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস ধুলদী রেলগেট এলাকায় সেতুর রেলিং ভেঙে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ছয় বাসযাত্রী ঘচটনাস্থলেই নিহত এবং ১০ জন আহত হয়।

মন্তব্যসাতদিনের সেরা