kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

বাহুবলে নারিকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত

হবিগঞ্জ প্রতিনিধি   

২৪ আগস্ট, ২০১৯ ১৪:০৫ | পড়া যাবে ১ মিনিটে



বাহুবলে নারিকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত

হবিগঞ্জের বাহুবলে নারিকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সেহেল আহম্মদ রাহেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। রাহেন উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল শহীদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নারিকেল পাড়ার জন্য রাহেন গাছে ওঠে। এ সময় গাছের মধ্যে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান তাকে মৃত ঘোষণা করেন। বাহুবল মডেল থানার ওসি মাসুদ আলী এই তথ্য নিশ্চিত করেন।

মন্তব্য



সাতদিনের সেরা