kalerkantho

আশুলিয়ায় বাসচাপায় নিরাপত্তা কর্মী নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২৪ আগস্ট, ২০১৯ ১২:৪০ | পড়া যাবে ১ মিনিটেআশুলিয়ায় বাসচাপায় নিরাপত্তা কর্মী নিহত

ছবি প্রতীকী

সাভারের আশুলিয়ায় বাসচাপায় মন্জুরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

আজ শনিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মন্জুরুল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার নুর ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি সংস্থার সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে বলিভদ্র থেকে ডিইপিজেড যাওয়ার পথে পেছন থেকে দ্রুত গতিতে আসা রকি এন্টারপ্রাইজ পরিবহনের দূরপাল্লার বাস তাকে চাপা দেয় ৷ এ ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

মন্তব্যসাতদিনের সেরা