kalerkantho

উলিপু‌রে অজ্ঞাত ব্য‌ক্তির অর্ধগ‌লিত মর‌দেহ উদ্ধার

উলিপুর (কু‌ড়িগ্রাম) প্র‌তি‌নি‌ধি   

২৪ আগস্ট, ২০১৯ ১০:৪৬ | পড়া যাবে ১ মিনিটেউলিপু‌রে অজ্ঞাত ব্য‌ক্তির অর্ধগ‌লিত মর‌দেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে এক অজ্ঞাত ব্য‌ক্তির অর্ধগ‌লিত মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার  রা‌তে উপজেলার গুনাইগাছ ইউ‌নিয়‌নের নাগড়াকুড়া টি-বাঁধ এলাকায় তিস্তা নদী‌ থেকে মর‌দেহটি উদ্ধার ক‌রা হয়।  নিহতের নাম ঠিকানা এখনো জানা যায়নি। বিস্তা‌রিত জানার চেষ্টা চল‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে প‌ুলিশ।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, শুক্রবার রাত ৮ টার দিকে নাগড়াকুড়া টি-বাঁধ এলাকায় তিস্তা নদী‌তে অর্ধগ‌লিত এক‌টি মর‌দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় জনতা। খবর পেয়ে রা‌তেই পুলিশ মর‌দেহ‌টি উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আসে। আজ শ‌নিবার সকা‌লে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়।

উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন কা‌লের কণ্ঠ‌কে ব‌লেন, মর‌দেহ‌‌টি অর্ধগ‌লিত হওয়ায় প‌রিচয় শনাক্ত করা সম্ভব হয়‌নি। লাশ ময়নাতদ‌ন্তের জন্য ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

মন্তব্যসাতদিনের সেরা