kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

রুমা থেকে অপহৃত চালক মুক্তি পেলেন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

২৪ আগস্ট, ২০১৯ ০১:২৭ | পড়া যাবে ১ মিনিটেরুমা থেকে অপহৃত চালক মুক্তি পেলেন

পাঁচ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে বান্দরবানের রুমা থেকে অপহৃত জিপ গাড়ির চালক বাসু কর্মকার ছাড়া পেয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে রুমা বাজার সংলগ্ন নিজ বাড়িতে ফিরে আসেন তিনি।

গত সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের মিনঝিরিপাড়া পয়েন্ট থেকে জিপ গাড়ির চালক বাসু কর্মকার, নয়ন জলদাশ ও মিজানকে অপহরণ করে সন্ত্রাসীরা। পরের দিন মঙ্গলবার রাতে নয়ন জলদাশ ও মিজান সন্ত্রাসীদের আস্তানা থেকে পালিয়ে আসে। এরপর গতকাল মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলেন বাসু।

স্থানীয় লোকজন, মিয়ানমারের আরাকানের বিদ্রোহী গেরিলাদের দলছুট একটি অংশ নিজেদের ‘মগ লিবারেশন পার্টি (এমএলপি)’ নাম ধারণ করে রুমা উপজেলার কয়েকটি পয়েন্টে আস্তানা গেড়েছে। স্থানীয় কিছু যুবকও তাদের দলে ভিড়েছে। তারা এ অপহরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

মন্তব্যসাতদিনের সেরা