kalerkantho

প্লাস্টিকের বোতল পিছলে সাইকেল আরোহী স্কুলছাত্র নিহত

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

২৩ আগস্ট, ২০১৯ ২২:০১ | পড়া যাবে ১ মিনিটেপ্লাস্টিকের বোতল পিছলে সাইকেল আরোহী স্কুলছাত্র নিহত

বন্ধুদের সঙ্গে বাইসাইকেলে চড়ে প্রাইভেট পড়তে যায় বাবু (১৫) নামে এক স্কুলছাত্র। ফেরার পথে সেভেন আপের একটি প্লাস্টিকের বোতলে পিছলে সাইকেল উল্টে নিহত হয়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত বাবু চরশিহারি গ্রামের কামাল উদ্দিন ছেলে। স্থানীয় বিশ্বেসরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আজ শুক্রবার সকাল ১০টায়  সে  স্থানীয় কালীবাড়ী রোডে প্রাইভেট পড়তে যায়।

পরে বন্ধুদের নিয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় গাফুরিয়া মাদরাসার কবরস্থান সংলগ্ন এলাকায় আসতেই সড়কে পড়ে থাকা একটি সেভেন আপের প্লাস্টিকের বোতলের ওপর সাইকেলের চাকা উঠে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল উল্টে সড়কের ওপর পড়ে য়ায়।

এতে সাইকেলের হ্যান্ডেল বুকে লাগলে সে অচেতন হয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন ওই ছাত্রকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্যসাতদিনের সেরা