kalerkantho

‘বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার কথা বলতেই জন্মাষ্টমীতে এসেছি’

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি   

২৩ আগস্ট, ২০১৯ ২১:৩৯ | পড়া যাবে ২ মিনিটে‘বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার কথা বলতেই জন্মাষ্টমীতে এসেছি’

নবীনগর উপজেলায় এ বছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য, স্থানীয় সাংসদ ও তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবাদুল করিম বুলবুল। ওই ধর্মীয় অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার কথা বলতেই জন্মাষ্টমীতে এসেছি। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা যাতে কোনোভাবেই কেউ বিনষ্ট করতে না পারে; সে কথা বলতেই জন্মাষ্টমীতে এসেছি।

আজ শুক্রবার সকালে স্থানীয় কেন্দ্রীয় কালীবাড়িতে উপজেলা পূজা উদযাপন পরিষদ জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। এতে হিন্দু সম্প্রদায়ের শত শত নারী পুরুষসহ পূণ্যার্থীরা যোগ দেন। সকাল ১০ টায় কেন্দ্রীয় কালীবাড়িতে অনুষ্ঠিত ওই ধর্মীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজন্ত কুমার ভদ্র। 

উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি গৌরাঙ্গ দেবনাথ অপু। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মেহেদী হাসান, ওসি রনোজিত রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট শিব শংকর দাস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট সুজীত কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের  সাধারণ সম্পাদক এডভোকেট বিনয় চক্রবর্তী প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা