kalerkantho

শনিবার । ১০ ফাল্গুন ১৪২৬ । ২৩ ফেব্রুয়ারি ২০২০। ২৮ জমাদিউস সানি ১৪৪১

সিরাজগঞ্জে ডেঙ্গু রোগী বেড়ে ৫০৪

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২৩ আগস্ট, ২০১৯ ১৯:৩৫ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জে ডেঙ্গু রোগী বেড়ে ৫০৪

সিরাজগঞ্জ জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচশ অতিক্রম করেছে। শুক্রবার দুপুরে খুঁজ নিয়ে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০৪ জনে। 

সিরাজগঞ্জ সিভিল সার্জন জাহিদুল ইসলাম জানান, আক্রান্ত মোট রোগীদের মধ্যে ৪৪৪ জন সুস্থ্য হয়ে হাসপাতালের ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন ৬০ জন। আর নতুন করে আরো ১৪ জন আক্রান্ত হয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা