kalerkantho

হবিগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, নারীসহ আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি   

২৩ আগস্ট, ২০১৯ ১৭:৪৮ | পড়া যাবে ২ মিনিটেহবিগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, নারীসহ আহত ৩০

হবিগঞ্জ সদর উপজেলার শৈলজুরা গ্রামে রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শৈলজুরা গ্রামের দিদাল আলী ছেলে কামাল মিয়ার সঙ্গে একই গ্রামের ইউসুফ আলীর ছেলে লাল মিয়া বাড়ির রাস্তা কাটা নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

আহত অবস্থায় বুবেল মিয়া (৩২), সরুফা বেগম (৫০), রুহেল মিয়া (১৩), রহিমা বেগম (৪০), কালাবানু (৬০), বাহার মিয়া (৩৬), দুলাল মিয়া (৪০), নাজু আক্তার (২০), আরজু মিয়া (৩৫), জামান মিয়াসহ (৫০) ১৫ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, তুচ্ছ ঘটনা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

মন্তব্যসাতদিনের সেরা