kalerkantho

বাহুবলে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি   

২২ আগস্ট, ২০১৯ ২২:০৫ | পড়া যাবে ১ মিনিটেবাহুবলে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে দুই সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তারা বানু (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার মিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারা বানু বাহুবল উপজেলার ইজ্জপুর গ্রামের মৃত আরফান আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাহুবল থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিক্সা মহাসড়কের মিরপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারা বানুকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা