kalerkantho

হবিগঞ্জে আরও ৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

হবিগঞ্জ প্রতিনিধি   

২২ আগস্ট, ২০১৯ ২১:১৬ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জে আরও ৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

হবিগঞ্জে এখন পর্যন্ত একশ ৯ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পর্যন্ত পাওয়া গেছে নতুন সাত জন রোগী। তারা সবাই হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। 

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রথীন্দ্র চন্দ্র দেব জানান, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এই হাসপাতালে নতুন করে সাত জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন ১২ জন। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আবার অনেকেই ঢাকা-সিলেটে চলে গেছেন।

এর আগে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলেও রথীন্দ্র চন্দ্র দেব জানান।

 

 

মন্তব্যসাতদিনের সেরা