kalerkantho

ডেঙ্গুতে ব‌রিশাল মে‌ডি‌ক্যালে আরো একজনের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২২ আগস্ট, ২০১৯ ১০:৪৬ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গুতে ব‌রিশাল মে‌ডি‌ক্যালে আরো একজনের মৃত্যু

ডেঙ্গুতে ব‌রিশাল শেরে বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ (শেবাচিম) হাসপাতা‌লে আরো একজনের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম ম‌নির হো‌সেন (৩৪)। ব‌রিশা‌লের মে‌হেন্দিগঞ্জ উপজেলার রুকুন‌দি এলাকার শাহজাহা‌নের ছে‌লে।

এ নিয়ে ব‌রিশালে ডেঙ্গুতে মৃত্যু হলো ছয়জনের।

হাসপাতা‌লের প‌রিচালক ডা. বা‌কির হো‌সেন আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকা‌লে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন। তিনি ব‌লেন, গত ১৮ আগস্ট মুমূর্ষু অবস্থায় হাসপাতা‌লের মে‌ডি‌সি‌ন ওয়া‌র্ডে ভ‌র্তি হন ম‌নির। চি‌কিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (২১ আগস্ট) মধ্যরা‌তে মারা যান তিনি।

আজ বৃহস্পতিবার ব‌রিশাল শেরে বাংলা মে‌ডি‌ক্যালে ১৬৩ জন চিকিৎসাধীন। 

মন্তব্যসাতদিনের সেরা