kalerkantho

বন্দি মায়ের সঙ্গে থাকা শিশুদের জন্য...

চাঁদপুর প্রতিনিধি   

২১ আগস্ট, ২০১৯ ২৩:০৯ | পড়া যাবে ১ মিনিটেবন্দি মায়ের সঙ্গে থাকা শিশুদের জন্য...

ছবি: কালের কণ্ঠ

কারাগারে বন্দি মায়েদের সঙ্গে থাকা শিশুদের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে শিশুরা নিজের মতো করে আনন্দে মেতে উঠবে। আর সময়োপযোগী এমন মহতী উদ্যোগ সম্পন্ন হয়েছে চাঁদপুর জেলা কারাগারে।

এই উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় বেশ কিছু শিশুবান্ধব ক্রীড়া সামগ্রী জেলখানায় বিতরণ করা হয়।

আজ বুধবার আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী তুলে দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক গোলাম আজম, জেল সুপার মো. মাইন উদ্দিন, জেলার আবু মুসা প্রমুখ।

চাঁদপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, এখানে বিভিন্ন অপরাধের দায়ে ১৫ জন নারী বন্দি রয়েছে। তাদের সঙ্গে বেশ কিছু শিশু সন্তানও রয়েছে। যাদের একটু বিনোদনের জন্য এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

মন্তব্যসাতদিনের সেরা