kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

২১ আগস্ট, ২০১৯ ২২:১২ | পড়া যাবে ১ মিনিটেনান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৃথক দুটি স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটায় ও বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, গাংগাইল ইউনিয়নের হায়তপুর গ্রামের মো. মামুন ভূঁইয়ার ছেলে মো. মাকাদ্দিসকে (৫) তাঁর স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়। 

শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, মোকাদ্দেস অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে সবার অলক্ষে বাড়ির সামনের পুকুরে পড়ে ডুবে যায়। পরে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে হাসপাতালে নিয়ে আসা হয়। বিকাল ৫টার দিকে শোকাবহ পরিবেশে পরিবারের একমাত্র শিশু সন্তান মোকাদ্দেসকে দাফন করা হয়। 

অন্য শিশুটির নাম মোছা. শামীমা (৩)। সে নান্দাইল পৌরসভার পাছপাড়া মহল্লার মো. শামীম মিয়ার কন্যা। দুপুর আড়াইটার দিকে শামীমাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মন্তব্যসাতদিনের সেরা