kalerkantho

দেশে পৌঁছেছে মালয়েশিয়ায় নিহত ওয়াসিমের লাশ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

২১ আগস্ট, ২০১৯ ২১:৫৩ | পড়া যাবে ১ মিনিটেদেশে পৌঁছেছে মালয়েশিয়ায় নিহত ওয়াসিমের লাশ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ওয়াসিম মিয়ার (২৯) মরদেহ মির্জাপুরে এসে পৌঁছেছে। আজ বুধবার সকালে তার মৃতদেহ মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানি গ্রামের বাড়িতে এসে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

গত বুধবার মালয়েশিয়ায় পিকআপ ভ্যান থেকে পড়ে তিনি শুক্রবার মারা যান। তিনি মির্জাপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাজু মিয়ার ছেলে। 

নিহতের পরিবারের সদস্যরা জানান, এক পুত্র সন্তানের জনক ওয়াসিম দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। গত বুধবার তিনি কাজে যাওয়ার সময় পিকআপ ভ্যান থেকে পড়ে আহত হন। পরে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।

আজ বুধবার সকাল দশটায় তার নামাজে জানাজা শেষে বাওয়ার কুমারজানি গ্রামের উত্তরপাড়া সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে বাবা ওয়ার্ড কাউন্সিলর সাজু মিয়া জানিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা