kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

নিখোঁজের চার ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি   

২১ আগস্ট, ২০১৯ ১৮:৪৯ | পড়া যাবে ২ মিনিটেনিখোঁজের চার ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

স্কুল ফাঁকি দিয়ে সহপাঠীদের সাথে শাখা যমুনা নদীতে গোসল করতে নেমে দিনাজপুরের বিরামপুরে অষ্টম শ্রেণির এক ছাত্র নিখোঁজের ৪ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। রংপুর থেকে আসা ডুবুরি দল ৩ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে।

আজ বুধবার সকাল এগারোটার দিকে বিরামপুর শাখা যমুনা নদীর কৃষ্টচাঁদপুর ঘাটে এই ঘটনা ঘটে। বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আইয়ুব আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। 

নিখোঁজ ছাত্রের নাম সিয়াম হোসেন (১৪)। সে বিরামপুর শহরের পূর্বজগন্নাথপুর সাহেবপাড়া মহল্লার সুমন হোসেনের ছেলে এবং বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

সিয়ামের বন্ধুরা জানায়, বুধবার এগারোটায় শাখা যমুনা নদীর কৃষ্টচাঁদপুর ঘাটে কয়েক সহপাঠী মিলে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানা সিয়াম ডুবে যেতে থাকলে অন্য বন্ধুরা তাকে টেনে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। এক পর্যায়ে সিয়াম নদীর পানিতে তলিয়ে যায়।

বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আইয়ুব আলী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস দল উদ্ধার অভিযান চালিয়ে লাশের কোনো হদিস না পাওয়ায় রংপুর থেকে ডুবুরি দল এনে উদ্ধার কাজ চালানো হয়।

তিনি জানান, বেলা সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলের পাশেই নদীর গভীরে বাঁশের খুঁটির সঙ্গে আটকানো অবস্থায় ওই ছাত্রের লাশ পাওয়া হয়। পরে স্থানীয় প্রসাশনের মাধ্যমে লাশটি তার বাবার কাছে হস্তান্তর করা হয়।

বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন জানান, সিয়াম বুধবার স্কুলে আসেনি। তার মৃত্যুর খবর পেয়ে স্কুলের অন্যান্য শিক্ষক মিলে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। নিহত ছাত্রের বিষয়ে আমরা গভিরভাবে শোকাহত।

মন্তব্যসাতদিনের সেরা