kalerkantho

গাজীপুরে গার্মেন্ট শ্রমিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২১ আগস্ট, ২০১৯ ১৮:১৯ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরে গার্মেন্ট শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুরে নিজ বাসা থেকে গার্মেন্ট শ্রমিক সেলিনা আক্তারের (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার বানিয়ারচালা পূর্বপাড়ার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা।

পুলিশ জানায়, গার্মেন্ট কর্মী সেলিনা ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার কন্যামন্ডল গ্রামের জালাল উদ্দিনের মেয়ে । বানিয়াচালা পূর্বপাড়ার মহিউদ্দিনের বাড়িতে ভাড়া থেকে তিনি স্থানীয় গোল্ডেন রিফিট গার্মেন্টে চাকুরি করতেন।

বাড়ির মালিক মহিউদ্দিন জানান, সেলিনা প্রতিদিন সকাল ৭টার মধ্যে ঘুম থেকে উঠে ডিউটিতে যেতন। বুধবার ৯টা বেজে যাওয়ার পরও ঘর থেকে বের হননি। এমনকি ভিতরে সাড়া শব্দও পাওয়া যাচ্ছিল না। সন্দেহ বশত: দরজার ফাঁক দিয়ে তাকালে দেখা যায় গলায় উড়না পেঁচানো অবস্থায় সেলিনা ঘরের আড়ার সাথে ঝুলছেন। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা