kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

আশুলিয়ায় পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

২১ আগস্ট, ২০১৯ ০২:৫৯ | পড়া যাবে ১ মিনিটেআশুলিয়ায় পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকার অদূরে আশুলিয়ায় পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আশুলিয়ার মধ্য গাজীরচট বটতলা এলাকায় সড়কের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল হাসান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা সড়কের পাশে পড়ে থাকা পলিথিনে মোড়ানো ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে। পরে শিশুটির পরিচয় না পাওয়ায় স্থানীয়দের মাধ্যমে মৃতদেহটি মাটি দেওয়ার ব্যবস্থা করা হয়। শিশুটির পরিবার শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্যসাতদিনের সেরা