kalerkantho

ফেনীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

ফেনী প্রতিনিধি   

২১ আগস্ট, ২০১৯ ০২:৫৫ | পড়া যাবে ১ মিনিটেফেনীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

ফেনী সদর উপজেলায় মোশাররফ হোসেন সজীব (১৫) নামের নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শর্শদী ইউনিয়নের ঘাগড়া গ্রামের একটি মুরগির খামার থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সজীব ওই ইউনিয়নের সুফিয়াবাদ গ্রামের কাতারপ্রবাসী দেলোয়ার মির্জার ছেলে ও ফেনীর হলি ক্রিসেন্ট স্কুলের নবম শ্রেণির ছাত্র।

ফেনী পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম জানান, ঈদের পরদিন সজীব নিখোঁজ হওয়ার পর স্বজনরা পুলিশকে খবর দেয়। গোপন তথ্যের ভিত্তিতে ওই মুরগির খামারের মালিক মো. মানিককে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খামারে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা