kalerkantho

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশু মিমের মৃত্যু

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি   

২০ আগস্ট, ২০১৯ ১৪:১০ | পড়া যাবে ১ মিনিটেহাজীগঞ্জে পানিতে ডুবে শিশু মিমের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে সাদিয়া আক্তার মিম (৩) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। সে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের   মাসুদুর রহমানের মেয়ে।

নিহতের খালা সীমা আক্তার জানায়, মিম সকালে নাশতা সেরে খেলতে চলে যায়। তার পর আর বাড়ি ফেরেনি। হটাৎ মিমের কথা মনে পড়লে তাকে পরিবারের সবাই খুঁজতে শুরু করে। একপর্যায়ে এলাকাবাসী তার মৃতদেহ বাড়ির পাশের ডোবার পানিতে ভাসতে দেখে সেটি উদ্ধার করে।

নিহতের এক নিকট আত্নীয় জানান, মিমকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। দুপুরের মধ্যেই তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বে মারা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা