kalerkantho

পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি    

২০ আগস্ট, ২০১৯ ১৩:৫৬ | পড়া যাবে ১ মিনিটেপাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে সামির নামে ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার টানলক্ষীয়া মীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার টানলক্ষীয়া মীরপাড়া গ্রামের ওই শিশু সকালে বাড়ির পাশে খেলাধুলা করতেছিল। এ সময় লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, বেলা সোয়া ১টার দিকে ওই শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয় বলে তিনি জানান। 

মন্তব্যসাতদিনের সেরা