kalerkantho

নড়াইলে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নড়াইল প্রতিনিধি   

২০ আগস্ট, ২০১৯ ১২:২২ | পড়া যাবে ১ মিনিটেনড়াইলে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নতুন ঘিয়ে রংয়ের এক শ পিস ইয়াবাসহ মোট ৭০০ পিস ইয়াবা ও আমিনুর মোল্যা নামের একজন ইয়াবা কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে পুলিশ সুপার কার্যালয়ে এক ব্রিফিং এর মাধ্যমে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, সোমবার (১৯ আগস্ট) গভীর রাতে লোহাগড়া উপজেলার দুর্গম মঙ্গলপুর এলাকা থেকে নিজ বাড়ির রাস্তার ওপর থেকে ইয়াবা বিক্রিরত অবস্থায় ৭০০ পিস ইয়াবাসহ আমিনুর মোল্যাকে আটক করে পুলিশ। এ সময় আরেক কারবারি আমিনুরের ভাই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, দুর্গম এলাকায় পুলিশের অভিযান অব্যাহত আছে।

মন্তব্যসাতদিনের সেরা