kalerkantho

সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে ব্যবসায়ীসহ আহত ৩

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি   

২০ আগস্ট, ২০১৯ ০২:৩৫ | পড়া যাবে ১ মিনিটেসীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে ব্যবসায়ীসহ আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক ব্যবসায়ীসহ তিনজন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সোনাইছড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (গোয়েন্দা) সুমন বণিক ও স্থানীয় সূত্র জানায়, সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ভলকানাইজিং (গাড়ির চাকায় হাওয়া দেওয়ার) দোকানে একটি লরির চাকায় হাওয়া দেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে লরিটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় দোকানদার মাহফুজুর রহমান (৩০), লরিচালক মিন্টু,  কাইয়ুমসহ সেখানে উপস্থিত দুজন সামান্য আহত হন। 

স্থানীয়রা মাহফুজুর রহমানকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চমেকে ভর্তি করায়। আহত মিন্টু ও কাইয়ুমকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হচ্ছে। 

মন্তব্যসাতদিনের সেরা