kalerkantho

পটিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি   

২০ আগস্ট, ২০১৯ ০১:৪৬ | পড়া যাবে ১ মিনিটেপটিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত

চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে পটিয়ার আমজুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাগজিপাড়ার জহির আহমেদের ছেলে রফিকুল ইসলাম আরজু (২৫) ও সুচক্রদণ্ডীর মৃত আব্দুল খালেকের ছেল মো. শাহজাহান (৪২)। নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

জানা গেছে, নিহত রফিকুল ইসলাম ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং শাহজাহান তার দুলাভাই, তিনি একজন পেশায় চিকিৎসক। তারা চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেলে পটিয়ায় বাড়িতে আসছিলেন। ঘটনার পর ঘাতক ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে।

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৌমেন বড়ুয়া জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দুইজনই ঘটনাস্থলে নিহত হয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা