kalerkantho

মেহেরপুরের আইনজীবী হাফিজুর রহমান আর নেই

মেহেরপুর প্রতিনিধি   

১৯ আগস্ট, ২০১৯ ২১:৪১ | পড়া যাবে ১ মিনিটেমেহেরপুরের আইনজীবী হাফিজুর রহমান আর নেই

অ্যাডভোকেট হাফিজুর রহমান

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল সোমবার বিকেলে মেহেরপুরের নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় শহীদ সামসুজ্জোহা পার্কে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। 

হাফিজুর রহমান আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন সুদীর্ঘ ৫৩ বছর। অভিনয় ও আবৃত্তি করে তিনি বেশ প্রশংসা কুড়ান। যুক্ত ছিলেন একাধিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে। হাফিজুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি। 

আগামীকাল বুধবার মেহেরপুর জেলা দায়রা জজ আদালতে মরহুমের স্মরণে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে বলে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন জানিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা