kalerkantho

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর

শাবিপ্রবি প্রতিনিধি   

১৯ আগস্ট, ২০১৯ ২১:০১ | পড়া যাবে ১ মিনিটেশাবিপ্রবির ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এদিকে একাডেমিক কাউন্সিলের সভায় স্কুল অব এগ্রিকারচার অ্যান্ড মিনারেল সায়েন্সের ডিন অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিনকে সভাপতি ও সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসাইনকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট ভর্তি পরীক্ষা কমিটি গঠন করা হয়।

অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিন বলেন, আমরা শিগগিরই কমিটির সবাইকে নিয়ে কাজ শুরু করব। আমরা চেষ্টা করব ভর্তি পরীক্ষায় যাতে কোনো ধরনের জালিয়াতি বা কোনো ধরনের ঝামেলা না হয়। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান তিনি।  

মন্তব্যসাতদিনের সেরা