kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

হবিগঞ্জে চা শ্রমিককে কুপিয়ে হত্যা করল ভায়রা

হবিগঞ্জ প্রতিনিধি   

১৯ আগস্ট, ২০১৯ ১১:৪৩ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জে চা শ্রমিককে কুপিয়ে হত্যা করল ভায়রা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের বস্তিতে ভায়রার দায়ের কোপে সুজিত রেলী (৫৫) নামে এক চা শ্রমিক খুন হয়েছেন। সোমবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় পালিয়েছে খুনী হেলাল রেলী। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াপাড়া বস্তির বাসিন্দা সুজিত রেলী ও হেলাল রেলী সম্পর্কে একে অপরের ভায়রা। তাদের স্ত্রীর মধ্যে বেশি কিছুদিন ধরে ঝগড়া-বিবাদ চলে আসাছিল। এর জের ধরে সোমবার সকালে সুজিত ও হেলাল রেলীর মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে চা গাছের কুড়ি উত্তোলনে ব্যবহৃত দা দিয়ে সুজিতের মাথায় কোপ দেয় হেলাল। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় হেলাল রেলীও। পরে আহত অবস্থায় সে পালিয়ে যায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, উল্লেখিত দুইজনের স্ত্রীদের বিরোধকে কেন্দ্র করেই এ হত্যাকান্ড ঘটেছে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ কর হয়েছে। খুনী হেলালকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্যসাতদিনের সেরা