kalerkantho

আনোয়ারায় বিদ্যুতের টাওয়ারে সেই নাছির

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি    

১৯ আগস্ট, ২০১৯ ০২:৩৭ | পড়া যাবে ১ মিনিটেআনোয়ারায় বিদ্যুতের টাওয়ারে সেই নাছির

দেশের বিভিন্ন স্থানে জাতীয় গ্রিডের বিদ্যুতের টাওয়ারে উঠে কৌতূহল ও আলোচনার জন্ম দেওয়া নোয়াখালীর সেন বাগের সেই যুবক মো. নাছির (২৫) গতকাল রবিবার দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকার বিদ্যুত্ টাওয়ারের মাথায় উঠে পড়েন। তাঁকে ওই অবস্থায় দেখে এলাকার লোকজনের মাঝে শোরগোল পড়ে যায়। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে ভর্তি করে। 

আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. তারেক জানান, নাছির বৈদ্যুতিক টাওয়ারে মাথায় বসে বিলাপ করছে বলে গতকাল দুপুরের দিকে তাঁরা খবর পান। ‘আমার কাছে মনে হয় তিনি মানসিক ভারসাম্যহীন। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দফায় দফায় আজান দিয়ে তাঁকে টাওয়ার থেকে উদ্ধার করা হয়।’  

ইতিমধ্যে নাছির বায়েজিদ, রাউজান, চন্দনাইশসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুতের টাওয়ারে উঠে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নেওয়ার পর তিনি জানান, বাবা সিরাজ বাবুর্চির সঙ্গে চট্টগ্রামের বউ বাজারে ভাড়া বাসায়  থাকেন তিনি। গতকাল এ ঘটনাটি স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়।

মন্তব্যসাতদিনের সেরা